কুলিয়ারচরে নতুন ইউএনও ইয়াছিন খন্দকার

শেয়ার করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. ইয়াছিন খন্দকার।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দ্বায়িত্বপ্রাপ্ত ইউএনও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

কুলিয়ারচর উপজেলায় যোগদানের আগে মো. ইয়াছিন খন্দকার রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩৬ তম ব্যাচ এর বিসিএস ক্যাডার (প্রশাসন) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি গাজীপুর সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।


শেয়ার করুন

Similar Posts