বগুড়া আদালত থেকে পালানো খুনের আসামী কুড়িগ্রাম থেকে গ্রেফতার

ফাইল ফটো।
শেয়ার করুন

বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া খুনসহ ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলামকে রাতেই কুড়িগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। রফিকুল ইসলাম (৪০) সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে ছিল। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে এবং উপজেলার জিয়ানগর এলাকায় শশুর ও ছেলের বউকে গলা কেটে হত্যা ও ডাকতি ঘটনার প্রধান আসামী।
বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রফিকুল ইসলামকে সোমবার জেলাখানা থেকে আদালতে হাজিরা দেয়ার জন্য নিয়ে আসা হয়। হাজিরা শেষে জেলখানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আদালতে কর্মরত পুলিশ সদস্যরা। বিকেল সাড়ে ৪ টার দিকে হাজত খানা থেকে আসামী বের করার সময় ভীড়ের মধ্য থেকে পালিয়ে যান রফিকুল ইসলাম। পুলিশ সদস্যরা পলাতক আসামীকে গ্রেফতার করতে চারদিকে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন পুলিশ ষ্টেশনসহ দপ্তরগুলো ম্যাসেজ পাঠানো হয়। পরে রাতেই তাকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া রফিকুল ইসলামকে সোমবার রাতেই কুড়িগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।


শেয়ার করুন

Similar Posts