চোর! চোর! চোর!, বিএনপি নেতা-কর্মীদের ছবি যুক্ত পোস্টার নিয়ে তোলপাড়

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতা-কর্মীদের ছবি যুক্ত ‘চোর! চোর! চোর!’ শিরোনাম সম্বলিত পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমগ্র উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ধানখালী ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের ছবি দিয়ে ইউনিয়ন পরিষদের চাল চুরির অভিযোগ তুলে এমন মানহানিকর পোস্টার পুরো ইউনিয়নে সাঁটিয়ে দেয়া হয়েছে। এর পর পরই পোস্টারটি ফেসবুকে পোস্ট করা হয় এবং মূহূর্তেই এ নিয়ে ফেসবুকে বিতর্কের ঝড় ওঠে। এবং শুরু হয় কমেন্ট আর কমেন্ট। তবে কে বা কারা বিএনপি’র ভাবমূর্তি ক্ষুণ্ন করার এমন চক্রান্ত করছে এ নিয়ে উপজেলা বিএনপি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বিএনপি’র নির্ভরযোগ্য একটি সূত্র।
পোস্টারটিতে লেখা রয়েছে, জেলেদের ত্রানের চালে কালো থাবা! বিএনপি নামধারী কিছু লোক দলের পোস্ট পজিশনকে ব্যবহার করে কৌশলে ইউনিয়ন পরিষদের চাল লুট করতেছে। চোর! চোর! চোর! ভূমিদস্যু চাঁদাবাজ ইউনিয়ন পরিষদ সুকৌশলে লুণ্ঠন কারী এরা, যাতে উপজেলা বিএনপির সহ-সভাপতি ছোহরাব বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সভাপতি তপন, সম্পাদক দোলন ও ইউনিয়ন বিএনপি’র সম্পাদক ফিরোজ’র ছবি অভিযুক্ত হিসেবে রয়েছে।
এদিকে উপজেলা বিএনপি’র সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু’র কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি’র বিরুদ্ধে চক্রান্ত করছে একটি মহল। অবিলম্বে এ ঘটনায় দোষীদের সনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা সহ মানহানি মামলা দেয়া হবে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ্ব এবিএম মোশারফ হোসেনের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং বিএনপি’র নেতা কর্মীদের বিরুদ্ধে এক মিথ্যা অপপ্রচার কতিপয় ষড়যন্ত্রকারীরা চালিয়ে যাচ্ছে, যা আমাদের দৃষ্ট গোচর হয়েছে। ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে বিএনপি নেতা কর্মীও সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। জননেতা আলহাজ্ব এবিএম মোশারফ হোসেনের নিশ্চিত বিজয় দেখে ষড়যন্ত্রকারীরা ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ তালুকদার বলেন, দলের প্রতিপক্ষ গ্রুপ এরকম নোংরামি রাজনীতির সঙ্গে জড়িত। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে এ নিয়ে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদকে জিজ্ঞেস করেন চাল সংক্রান্ত কোন বিষয়ে আমরা কিছু জানি কিনা?
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেদের তালিকা অনুযায়ী নীতিমালা অনুসরণ করে চাল বিতরণ করা হয়েছে, কোন ব্যত্যয় ঘটেনি। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক মহলের চক্রান্ত এটি। এতে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।