জাতীয় ভারোত্তোলনে কিশোরগঞ্জের নূরে আলম সিদ্দিকীর সোনা জয়

শেয়ার করুন

জাতীয় ভারোত্তোলনে ৬০ কেজি ওজন শ্রেণিতে কিশোরগঞ্জের আজাহার একাডেমি ভারোত্তোলন ক্লাবের নূরে আলম সিদ্দিকী সোনা জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০৭ কেজি তুলে সেরা হন তিনি।

একই ওজন শ্রেণিতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বেলাল হোসেন (১৯৮ কেজি) রুপা ও বাংলাদেশ সেনাবাহিনীর আশিকুর রহমান তাজ (১০৬ কেজি) ব্রোঞ্জ পেয়েছেন।

জাতীয় ভারোত্তোলনের তৃতীয় দিনে চারটি সোনার তিনটিই জিতেছে পরিচিত সংস্থাগুলোর অ্যাথলেটরা।


শেয়ার করুন

Similar Posts