পাকুন্দিয়ায় বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী-ফোরাম এর পাকুন্দিয়া উপজেলা নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হলরুমে এই পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের পাকুন্দিয়া উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কিশোরগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন। এতে উদ্বোধক ছিলেন কটিয়াদী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-২ জামায়াতে ইসলামীর এমপি প্রাথী শফিকুল ইসলাম মোরল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ক.ম নুরুল আমিন, সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কিশোরগঞ্জ সদর শাখা আহবায়ক ফরিদ উদ্দিন, হোসেনপুর শাখার আহবায়ক হেলাল উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল কদ্দুস মোমেন, কটিয়াদী ফেকামার কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব, পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল জব্বার প্রমুখ।
পরিচিতি ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ স্বাগত বক্তব্য রাখেন। কালিয়াচাপড়া চিনির কল উচ্চ বিদ্যালয়ের রফিকুল আলম বাবু ও সাধারণ সম্পাদক আবুল হাসিম বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি ও আলোচনা সভা শুরুর আগে নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।