হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইলের দাফন

শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল (৮০) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জোহর নামাজের পর উপজেলার পুমদী ইউনিয়ন পরিষদ বাজার মসজিদ মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইলকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে উপজেলা প্রশাসন। এই সময় উপস্থিত ছিলেন-হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজি নাহিদ ইভা, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, স্থানীয় পুমদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হাসান মাহবুব, বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জুরুল হক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রাশিদসহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরও আগে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ও কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল (৮০) উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর পুমদী গ্রামের মৃত আব্দুল আজিতের ছেলে। তিনি স্থানীয় পুমদী ইউনিয়ন (ইউপি) পরিষদের সাবেক সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।


শেয়ার করুন

Similar Posts