জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

শেয়ার করুন

দুর্নীতি প্রতিরোধে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার আহবান জানিয়েছেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ‘‘ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ’’ প্রতিপাদ্যকে সামনে
রেখে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। দিবসটি উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ উদ্যোগে ২৮ সেপ্টেম্বর জেলার ফৌজদারী মোড়ে মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম আরো বলেন, তথ্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং তথ্য বিভ্রাট রোধে মানুষের কাছে সঠিক তথ্য
পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, তথ্যের অবাধ প্রবাহের যে সুযোগ বর্তমানে রয়েছে তার সঠিক ব্যবহার করতে হবে এবং সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সনাক জামালপুরের সভাপতি শামিমা খান বলেন, রাষ্ট্রসংস্কারে অন্তর্বর্তী সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেও দুর্ভাগ্যজনক যে, কর্তৃত্ববাদের পতনের পর থেকে এই এক বছরেরও বেশি সময় নতুন করে কমিশন গঠনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে তথ্য অধিকার বিষয়ক বিভিন্ন কার্যক্রমে মন্থর গতি পরিলক্ষিত হচ্ছে,

যা জনগণের তথ্যে অবাধ অভিগম্যতায় বাধা সৃষ্টি করছে। পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে তথ্য গোপনের প্রবণতা ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ না করার সংস্কৃতি অব্যাহত রয়েছে। তিনি বলেন তথ্য অধিকার আইন সম্পর্কে জনগনকের অবহিত করার জন্য জামালপুরে সনাক গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছে। দিবস উপলক্ষে জামালপুর জেলা তথ্য বাতায়নের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ বিষয়ে উপস্থাপনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, তথ্য অধিকার আইন২০০৯ অনুযায়ী স্বপ্রণোদিত ভাবে তথ্য প্রকাশের জন্য তৈরি করা এই পোর্টালগুলোর একটি বড় অংশই হালনাগাদ নয়, যা স্বচ্ছতা,
জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার পথে বড় বাধা। এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে পোর্টালগুলোর শতভাগ হালনাগাদের উদ্যোগ গ্রহন, স্বতন্ত্র সরকারি ওয়েব পোর্টাল জেলা তথ্য বাতায়নের সাথে যুক্ত করা. সকল প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিশ্চিত করা, জনসম্প্রচার
বৃদ্ধি করা এরকম সুনির্দিষ্ট এগারো দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসবলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য সকল সরকারি দপ্তরে ওয়েব পোর্টাল হালনাগাদের জন্য নির্দেশনা প্রদান করা হবে। তিনি বলেন,
তথ্যের উন্মুক্ততা থাকলে জনগনের হয়রানি কমবে এবং সেবা পাওয়া সহজ হবে।

সভায় আরো বক্তব্য প্রদান করেন, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্যকর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মুবাশ্বেরা খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে ইলাহী মাকাম, সাংবাদিক এড. ইউসুফ আলী সহ প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ছাড়াও জামালপুর সনাক এর সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ উপস্থিত
ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভা ছাড়াও সনাক জামালপুর জাতীয় তথ্য বাতায়নে জামালপুর জেলার ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ এবং দিবসের তাৎপর্য সর্বস্তরে পৌছে দেয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সেবাগ্রহীতাদের নিকট ধারণাপত্র বিতরণের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করে।


শেয়ার করুন

Similar Posts