কটিয়াদীতে নতুন দোকান পেলেন সেই খুরশিদ মাঝি

শেয়ার করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেই খুরশিদ মাঝিকে মালামালসহ একটি নতুন দোকান উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া মৃধাবাড়ি খেয়াঘাটে খুরশিদ মাঝির হাতে দোকানটি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার চরপুক্ষিয়া মৃধাবাড়ি খেয়াঘাটে নৌকা দিয়ে সাধারণ মানুষকে নদী পারাপার করেন ৬৬ বছর বয়সী প্রতিবন্ধী খুরশিদ মাঝি। তিনি ৩০ বছর ধরে এই কাজ করে আসছিলেন। অভাব-অনটনের মাঝেও পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিই তাকে বাঁচিয়ে রেখেছে। তার এই অদম্য বেঁচে থাকার সংগ্রাম নিয়ে কয়েককটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে উপজেলা প্রশাসন সহায়তা করতে এগিয়ে আসে। খেয়াঘাটের পাশেই মালামালসহ একটি নতুন দোকান তৈরি করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম। এখন স্ত্রীকে সঙ্গে নিয়ে দোকান আর খেয়া পারাপার মিলিয়ে চলবে খুরশিদ মাঝির সংসার। এতে পরিবার নিয়ে জীবনের বাকিটা সময় কিছুটা হলেও ভালোভাবে চলতে পারবেন খুরশিদ মাঝি।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম জানান, প্রশাসনিক দায়িত্ব থেকে আমরা অনেক সময় সহায়তা করে থাকি। আজকে খুরশিদ মাঝিকে মালামালসহ একটি নতুন দোকান দেওয়া হয়েছে। আমাদের এই মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুন

Similar Posts