হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ার জের ধরে ছুরিকাঘাতে মো. রামেল মিয়া (২০) নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার (১ অক্টোবর) ভোর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. রামেল মিয়া (২০) উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের কানাবাড়ির সামনে দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে আসছিলেন নাঈম (২০) ও তার সহযোগীরা। নাঈম তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে। গাঁজা সেবন করা নিয়ে কয়েকদিন আগে রামেলের সঙ্গে নাঈম ও তার সহযোগীদের কথা কাটাকাটি হয়। তখন নাঈম ও তার সহযোগীরা রামেলকে খুন করার হুমকি দেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির পাশে নাঈম ও তার সহযোগীরা রামেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রামেলের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন। গুরুতর আহত অবস্থায় রামেলকে উদ্ধার করে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার (১ অক্টোবর) ভোর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন

Similar Posts