কিশোরগঞ্জে দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

শেয়ার করুন

কিশোরগঞ্জে দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল থেকে জেলার ১৩টি উপজেলায় শুরু হয় দুর্গা প্রতিমা বিসর্জন আর শেষ হয় সন্ধ্যার পর। এই সময় চোখের জলে দুর্গা মাকে বিদায় জানান ভক্ত-অনুরাগীরা।

এর আগে, সকালে বিজয়া দশমীতে কিশোরগঞ্জের মণ্ডপে মণ্ডপে দেবীর বন্দনায় ছিলেন পূজারিরা। সেই সঙ্গে ঢাকঢোল, কাঁসর-ঘণ্টাসহ বিভিন্ন বাদ্য, ধূপ আরতি ও দেবীর পূজা-অর্চনায় অংশ নেন পূজারিরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ জানান, কিশোরগঞ্জ জেলায় ৩৮৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খলভাবে প্রতিমা বিসর্জন সম্পূর্ণ হয়েছে।

এদিকে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী জানান, দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কিশোরগঞ্জে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় কিশোরগঞ্জবাসীকে ধন্যবাদ জানান তিনি।


শেয়ার করুন

Similar Posts