গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারণা, নির্বাচনের প্রার্থী ঘোষণা

শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জমজমাট আয়োজনের মধ্য দিয়ে প্রচার করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর -২ আসনের এমপি প্রার্থী সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মনজুরুল করিম রনি এবং গাজীপুর -৩ আসনে এমপি পদপ্রার্থী, বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ)। লিফলেট বিতরণ, গণসংযোগ ও প্রচারকালে তারা বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৩১ দফা নিয়ে কথা বলেন এবং জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এম মঞ্জুরুল করিম রনি বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে নির্বাচনী আমেজে নগরের চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট ডঃ মোঃ শহীদুজ্জামান, সুরুজ আহমেদ, কৃষক দল নেতা আতাউর রহমান, যুবদল নেতা সৈয়দ ফারাজ বিন ফয়েজ প্রবাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‌অন্যদিকে দুপুরে গোলাম শাব্বির আলী (পারভেজ) জেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের ব্রিফিং কালে অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ) নিজেকে আগামী নির্বাচনে এমপি প্রার্থী ঘোষণা করে বলেন, গাজীপুর -৩ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে প্রচারণা করেছেন। দলের জন্য তার অতীত কর্মকাণ্ড হাইকমান্ড বিবেচনায় নিয়ে তাকে মনোনয়ন দেওয়া হলে এলাকার উন্নয়নে কাজ করার আশা প্রকাশ করেন তিনি।

তিনি দলীয় ব্যানার-ফ্যাস্টুনসহ বিশাল বহর নিয়ে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত গাজীপুর (শ্রীপুর )- ৩ সংসদীয় আসনের রাজেন্দ্রপুর বাজার, রাজাবাড়ী, শ্রীপুর বাজার, টেংরা, বরমী, কাওরাইদ, জৈনা বাজার, রাজেন্দ্রপুর চৌরাস্তা, বাংলা বাজার, মির্জাপুর, পিরুজালী, ভবানীপুর, মারতা, ফাওগান ও গান্দীবাড়ী এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।


শেয়ার করুন

Similar Posts