বগুড়ার শিবগঞ্জে আ.লীগ নেতাকে পুলিশের নিকট থেকে ছিনতাইয়ের ঘটনায় ২১ জন গ্রেফতার

ফাইল ফটো।
শেয়ার করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গ্রেফতারের পর পুলিশ নিকট থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় ২১ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে ১১ জন নারী এবং ১০ জন পুরুষ।

রোববার রাতব্যপী অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের(কার্যক্রম নিষিদ্ধ) সাংগাঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে শনিবার রাতে গ্রেফতার করে আনার সময় তার স্বজন ও এলাকাবাসী পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। উপজেলার চকভোলাখাঁ গ্রামে রাজুর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছিলো।

এঘটনায় শিবগঞ্জ থানা পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলায় রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত মোট ২১ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন। গ্রেফতারকৃতদের মধ্যে পলাতক আওয়ামী লীগ নেতা রাজু’র স্বজন ও এলাকাবাসী রয়েছেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত