জামালপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

জামালপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। “শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এটি উদ্বোধন করা হয়।
৬ অক্টোবর সোমবার জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার পাশাপাশি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করা, শিশুদের জন্য সর্বদাই হ্যাঁ বলা সহ আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য আহ্বান জানান। পরে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।