কিশোরগঞ্জে টাইফয়েড টিকাদান বিষয়ক ওয়ার্কশপ

কিশোরগঞ্জে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কনসালটেশন ওয়ার্কশপের আয়োজন করে জেলা তথ্য অফিস, কিশোরগঞ্জ।
জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান (যুগ্ম সচিব) এর সভাপতিত্বে আয়োজিত কনসালটেশন ওয়ার্কশপে উপস্থিত ছিলেন-তথ্য অধিদপ্তরের প্রশাসন ও গণযোগাযোগের পরিচালক সৈয়দ এম. মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা তথ্য অফিসার মো. সাইফুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলামসহ জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা।
ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলাম জানান, কিশোরগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ জন শিশু রয়েছে। ইতোমধ্যে ২ লাখ ৯২ হাজারের বেশি শিশু টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করেছে। সব শিশুকে ধাপে ধাপে এই টাইফয়েড টিকার আওতায় আনা হবে।