গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে কর্মশালা

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদকর্মিদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক, সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুক, ডিডিএলজি বিশ্বজিত কুমার পাল, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন এবং ডাঃ দিবাকর বিশ্বাস এবং জেলা তথ্য অফিসার মোঃ সুলায়মান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় ৯মাস থেকে ১৫ বয়সের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে ১ডোজ টাইফযেড টিকা প্রদান করা হবে।এ জন্য আগেই সকল শিশুকে রেজিস্ট্রেশন করতে হবে।সকল শিশু যাতে এই টিকার আওতায় আসে এবং স্বউদ্যোগে রেজিস্ট্রেশন করে নেয় সেজন্য ব্যাপক প্রচারের দরকার বলে বক্তারা মন্তব্য করেন।