হোসেনপুরে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস ও খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও কাজী নাহিদ ইভা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে পড়াশোনার বিষয়ে খোঁজ খবর নেন। এরপর তিনি শিক্ষার্থীদের ক্লাস পরিচালনা করেন। এই সময় শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহ ও উপস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করেন ইউএনও। বিদ্যালয়ে হঠাৎ ইউএনওকে পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।

ওই বিদ্যালয়ের শিক্ষকরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এমন উপস্থিতি ও উৎসাহমূলক আচরণ শিক্ষার্থী ও শিক্ষকদের মনোবল আরও বাড়িয়ে দেবে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, কোমলমতি শিশুরা এদেশের আগামীর ভবিষ্যত। তাদের সাথে সুন্দর সময় কেটেছে।


শেয়ার করুন

Similar Posts