গোপালগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

শেয়ার করুন

আলোচনা সভার মধ্যে দিয়ে গোপালগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ ভাবে এ দিবসটি পালন করে।

“আমি কন্যা শিশু-স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি”-এ প্রতিপাদ্যে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আখসানা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খাতুন বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, প্রতিটি কন্যাশিশু সুন্দর আগামীর স্বপ্ন দেখে।বাস্তবতায় কন্যা শিশুরা এখন স্বপ্ন গড়তে পারে।আমাদের সমাজে প্রতিটি ক্ষেত্রে কন্যা শিশুরা অধিকার বঞ্চিত হচ্ছে। কন্যা শিশুদের সকল ক্ষেত্রে সুবিধা দিলে তারাও দেশ ও জাতির কল্যানে কাজ করতে পারবে, আমাদের সমাজকে এগিয়ে নিতে পারবে।


শেয়ার করুন

Similar Posts