কিশোরগঞ্জ সদর আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন
কিশোরগঞ্জে আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা দল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলার আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় হোসেনপুর উপজেলা দলকে ৪২-১৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা দল।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দল কিশোরগঞ্জ সদর উপজেলা দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান (যুগ্ম সচিব)।
এই সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা কৃষক দলের আহবায়ক অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম, জেলা যু্বদলের সভাপতি খসরুজ্জামান শরীফসহ অন্যান্যরা।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।
