হোসেনপুরে ডাচ-বাংলা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ডাচ-বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
এই উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে হোসেনপুর বাজারে অবস্থিত আশরাফ এন্ড চৌধুরী প্লাজার দোতলায় ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ডাচ-বাংলা ব্যাংকের হোসেনপুর উপ-শাখার ম্যানেজার মুহাম্মদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উপ-শাখা উদ্বোধন করেন ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম। এই সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মানসুরুল হক রবিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম ব্যাংকের বিভিন্ন পলিসি, ডাচবাংলা ব্যাংকের সেবা ও বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।
