তাড়াইলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

শেয়ার করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বজলু মিয়া (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই জেলে আহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের চিকনী হাওরে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত বজলু মিয়া (৪৮) উপজেলার বোরগাঁও গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সকালে তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের চিকনী হাওরে বজলু মিয়াসহ কয়েকজন জেলে মাছ ধরতে যান। এই সময় আকাশে কালো মেঘ জমে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। তখন বজ্রপাতে বজলু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এতে আরও দুইজন জেলে আহত হন। স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

Similar Posts