​বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপকের জামালপুর রেলস্টেশন পরিদর্শন

শেয়ার করুন

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম-পূর্বাঞ্চল) কর্তৃক জামালপুর রেলস্টেশন পরিদর্শনকালে জেলাবাসীর পক্ষ হতে শহরের গেটপাড়ের ব্যস্ততম প্রধান সড়কের উপর রেলওয়ে লেভেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় গেটব্যারিয়ার নির্মাণের দাবী করা হয়।

শনিবার বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম-পূর্বাঞ্চল) মো.সবুক্তগীন জামালপুর রেলস্টেশন পরিদর্শন করার সময় বলেন জামালপুর শহরের গেটপাড়ের ব্যস্ততম প্রধান সড়কের রেলওয়ে লেভেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় গেটব্যারিয়ার না থাকায় এই স্থান খুবই ঝুঁকিতে থাকে। গেটকিপার বা গেটম্যানদের জন্য এখানে স্বয়ংক্রিয় গেটব্যারিয়ার নির্মাণ, সিগন্যাল সিস্টেম এবং গেটকিপার বা গেটম্যানদের জন্য ঘুঁটিঘর বা ঘুমটিঘর নির্মাণ প্রকল্প দ্রুত হাতে নেওয়ার দাবী করা হয়।

তিনি বলেছেন, জামালপুরে স্বয়ংক্রিয় গেটব্যারিয়ার নির্মাণের বিষয়টি সওজ্#৩৯;র রেলওয়ে ওভারপাস প্রকল্পের আওতাভুক্ত। তবে স্বয়ংক্রিয় গেটব্যারিয়ার নির্মাণ, গেটকিপার বা গেটম্যানদের জন্য ঘুমটিঘর নির্মাণ প্রকল্পটি আমরা করবো। সওজ এখনও সেই প্রকল্পের টাকা রেলওয়েরকাছে রিপ্লেস করেনি। তিনি আরো বলেন-আমরা চেষ্টা করছি যেন দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পটি হাতে নিতে পারি।

তিনি সরকারি একদিনের সফরে শনিবার (১১ অক্টোবর) দুপুরে জামালপুরে আসে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে। জামালপুর রেলস্টেশনে নেমে পরিদর্শন শেষে সড়কপথে সরিষাবাড়ী উপজেলায় যান। সেখানে তিনি সম্প্রতি মৃত্যুবরণকারী রেলওয়ের সিলেট আখাউড়া অঞ্চলের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. মোজাম্মেল হকের বাড়িতে তার স্বজনদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বলে জানা গেছে।


শেয়ার করুন

Similar Posts