জামালপুরে গাছ চাপায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের মিয়ার উদ্দিন (৪৫)নামে এক শ্রমিক গাছ চাপায় মৃত্যু হয়েছে।একই ঘটনায় ফারুক হোসেন(৫০) নামে আরেক শ্রমিককে মূমুর্ষ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি শনিবার বেলা তিনটার দিকে উপজেলার পুগলই গ্রামের আব্দুল হাইয়ের বাড়ি সংলগ্ন এলাকায় ঘটেছে। ঘটনাটি নিশ্চিত করেছে তিতপল্লা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য মো.আব্দুর রহিম।
প্রতক্ষদর্শিরা বলেন,শনিবার বেলা তিনটার দিকে উপজেলার পুগলই গ্রামের পশ্চিম পাড়া এলাকায় আব্দুল হাইয়ের বাড়ির আঙ্গিনায় মাঝারি ধরনের একটি কড়ই গাছ কর্তন করতে ছিল তিন শ্রমিক। এদের মধ্যে সোলায়মান নামে শ্রমিক তিনি গাছটি কুড়াল দিয়ে কাটাবস্থায় ফারুক হোসেন ও মিয়ার উদ্দিন নামের দুই শ্রমিক গাছের নিচের লাকড়ি সামাল দিচ্ছিল।পরে তাদের দুইজনের উপরে গাছটি পড়ে গেলে ঘটনা স্থলেই মিয়ার উদ্দিন মারা যায়। অপর শ্রমিক ফারুক হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে মূমুর্ষ অবস্থায় ভর্তি করে দেন।
এই বিষয়ে বিকেএসবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দে জানান,মৃত শ্রমিক মিয়ার উদ্দিনের বাড়ি সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামে।তিনি দীর্ঘদিন গাছকাটা শ্রমিকের কাজ করছিলেন। আহত ফারুক হোসেন সদর উপজেলার কাষ্টশিঙ্গা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত নুরল ইসলাম নয়ন তারার ছেলে। তিনিও একজন গাছ ব্যবসায়ী ছিলেন।