জামালপুরে সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

সদর উপজেলা বিএনপির

জামালপুরে সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ১১ অক্টোবর রাতে শহরের জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা বিএনপি এ সভার আয়োজন করে।

সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মো: সফিউর রহমান শফির সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিএনপির অনেক নেতাকর্মীরা মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। সেসব নেতাকর্মী শুধু বিএনপিই না কারো জন্যই শোভনীয় নয়।

বক্তারা আরো বলেন, আসন্ন শীতকালে নির্বাচনকে সামনে রেখে জামায়েত ইসলামের
ধর্মসভা কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জায়গায় জামায়েত ইসলামের ধর্মসভা কে কেন্দ্র করে ভোট চাওয়ার সম্ভাবনা রয়েছে সে সমস্ত জায়গায় বিএনপি নেতাকর্মীদের সশরীরে উপস্থিত থেকে সুশৃঙ্খল ভাবে প্রতিরোধ করার আহবান জানান বক্তারা।
পরে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।


শেয়ার করুন

Similar Posts