ঢাকা বিভাগ থেকে কিশোরগঞ্জকে সরানোর প্রস্তাবের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

শেয়ার করুন

ঢাকা বিভাগ থেকে কিশোরগঞ্জকে সরিয়ে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই বিষয়ে স্মারকলিপি দেন শিক্ষার্থী, সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এই সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

স্মারকলিপি প্রদান শেষে সাধারণ ছাত্র-জনতার প্রতিনিধিরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে সংযুক্তির প্রস্তাব বাতিল করে ঢাকার সঙ্গে রাখার দাবি জানান।

এর আগে রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা বিভাগ থেকে কিশোরগঞ্জকে সরিয়ে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচির পালন করে সাধারণ ছাত্র-জনতা। এতে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

এই সময় বক্তারা বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জেলার জনগণের মতামতের পরিপন্থী। সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে জেলাবাসী কঠোর আন্দোলনে নামবে বলে জানান বক্তারা।

১৮৬০ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি মহকুমা হিসেবে কিশোরগঞ্জকে প্রথম প্রতিষ্ঠা করা হয়। এরপর ১৯৮৪ সালে ময়মনসিংহ জেলা থেকে কিশোরগঞ্জ মহকুমা পৃথক করে জেলায় উন্নীত করা হয়।


শেয়ার করুন

Similar Posts