চাকসুতে ভোট উৎসব শুরু, ভোটারদের দীর্ঘ লাইন

দীর্ঘ সাড়ে তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে ৪টা পর্যন্ত। দিনের শুরুতেই ভোট দেয়ার জন্য কেন্দ্রে শিক্ষার্থীদের লম্বা লাইন দেখা গেছে।
এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহণের আগে স্বচ্ছ ব্যালট বাক্স অমোচনীয় কালী, ব্যালট পেপার পৌঁছে দেয়া হয়েছে। ৪ শতাধিক নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ব্যালট পেপারে গোপন কোড ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
চাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ৯০৮ জন। নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল-ছাত্রশিবির-বামপন্থী সহ ১৩টি প্যানেল। আজকের নির্বাচনে প্রায় সাড়ে ২৭ হাজার শিক্ষার্থী ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন।
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেন ১১ বার বিশ্ববিদ্যালয় ও নগরীর মধ্যে চলাচল করবে। পাশাপাশি চলবে ৩০টি বাস। চট্টগ্রাম স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৭টা এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে। বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ৪৫ মিনিটে।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। প্রতিটি ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। ভোটাররা পছন্দের প্রার্থীর নামের পাশে বৃত্ত পূরণ করে ভোট দেবেন। একাধিক বৃত্ত পূরণ করলে সেই ভোট বাতিল হবে।