জামালপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

শেয়ার করুন

জামালপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার ১৫ অক্টোবর দুপুরে জামালপুর জেলা বিএনপি এই কর্মসুচির আয়োজন করে। শহরের দয়াময়ী মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় শহরের প্রধান সড়কের দুইপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী, যাত্রী ও সাধারণ মানুষের
মাঝে লিফলেট বিতরণ করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসুচিতে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব সহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ৩১ দফা কোনো দলীয় ইশতেহার নয়, এটি বাংলাদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের নকশা। তাই ৩১ দফা বাস্তবায়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষকে ধানের শীষে ভোট দিতে আহবান জানান ।


শেয়ার করুন

Similar Posts