কিশোরগঞ্জ সুজনের সভাপতি-মু আ লতিফ, সম্পাদক-প্রদীপ সরকার

সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাংবাদিক ও লেখক মু আ লতিফকে সভাপতি ও সাংবাদিক প্রদীপ কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতি ক্রমে জেলা কমিটি নির্বাচিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনটি পরিচালনা করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়কারী জয়ন্ত কর।
সম্মেলনে সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রফেসর অধ্যক্ষ অব. রফিকুল ইসলাম খান।
সুজন-সুশাসনের জন্য নাগরিক এর কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়কারী জয়ন্ত কর, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন ফারুকী ও মো. ফিরুজ উদ্দিন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মিজবাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আমিনুল হক সাদী, কোষাধ্যক্ষ পলাশ কান্তি পাল, নারী বিষয়ক সম্পাদক আতিয়া হোসেন, সাংবাদিক রবীন্দ্র সরকার, সাংবাদিক নজরুল ইসলাম খায়রুল, সাংবাদিক সাদেক আহমেদ স্বপন, জি এম শফিউল আলম আরজু প্রমুখ।
`সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠিই গণতন্ত্রের রক্ষাকবচ’-এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুজন-সুশাসনের জন্য নাগরিক।
সম্মেলনে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সুজন সদস্যরা।