করিমগঞ্জে ছেলের হাতে বাবা খুন

শেয়ার করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ছেলে বাদল ওরফে খোকনের ছুরিকাঘাতে আব্দুল মালেক (৭৫) নামে এক বৃদ্ধ বাবা খুন হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেকের মৃত্যু হয়।

নিহত আব্দুল মালেক (৭৫) জেলার করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি এলাকার মৃত শহর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবা আব্দুল মালেকের সঙ্গে তার ছেলে বাদল ওরফে খোকনের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে খোকন তার বাবা আব্দুল মালেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় আব্দুল মালেককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত