বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ডাকাতি, নগদ টাকা লুট বৃদ্ধা খুন

ফাইল ফটো।
শেয়ার করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় এক বাড়িতে ডাকাতি ও বিমলা পোদ্দার(৬৬) নামে বৃদ্ধা খুন হয়েছেন। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। দুর্বৃত্তরা বাড়ির লোকজনকে ধারাল অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে মারপিট করে। তারা কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যায়। তবে শুক্রবার দুপুর পর্যন্ত লুন্ঠিত টাকার পরিমানের বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি। এঘটনায় জড়িত অভিযোগে ডিবি পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার এবং লুন্ঠিত টাকার কিছু অংশ উদ্ধার করেছে বলে জেলা পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার পারিবারিক ব্যবসা(চাল ও ভুষি) রয়েছে। ওই বাড়িতে ৫ ভাই বোন বসবাস করেন। তারা সকলেই বয়স্ক। বৃহস্পতিবার রাত ২টার পর ৫/৭ জন দুর্বৃত্ত টিনের চাল দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। পরে বাড়ির লোকজনকে মারিপট করে ও ধারল অস্ত্রের ভয় দেখায়। তারা ঘরের জিনিসপত্র তছনছ ও সিন্দুক ভেঙ্গে ফেলে। এসময় ডাকাতদের বাঁধা দিতে গেলে হিমু পোদারের বোন বৃদ্ধা বিমলা পোদ্দারকে ডাকাতরা শ^াসরোধ করে হত্যা করে। তারা বাড়ির অন্যদের মারপিট ও বেঁধে রেখে চলে যায়। ভোরে তাদের চিৎকারের লোকজন এগিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানিয়েছেন, ওই বাড়িতে হিমু পোদ্দার তার ভাই বোনদের নিয়ে থাকতেন। এর মধ্যে দুই ভাই বোন অসুস্থ্য। তিনি ডাকাতি ও হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন পুলিশের একাধিক টিম এ নিয়ে কাজ করছেন। মোবাইল ফোন ও নগদ টাকা লুট হলেও টাকার সঠিক পরিমান দুপুর পর্যন্ত জানা যায়নি বলে তিনি জানান।

এদিকে বিকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড ট্রাফিক) আতোয়ার রহমান জানিয়েছে ডাকাতির সঙ্গে জড়িত জুয়েল, আসলাম, রাজু ইমরান নামে ৪ জনকে ডিবি পুলিশ গ্রেফতার ও লুট হওয়া টাকার মধ্যে ১৩ হাজার টাকাসহ ২টি মোবাইল উদ্ধার করেছে।


শেয়ার করুন

Similar Posts