গাজীপুর সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে বিএনপির- জামায়াত-হেফাজত এক প্ল্যাটফর্মে

গাজীপুর সিটি করপোরেশনের শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক ও তার সহযোগিদের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি, জামায়াত, হেফাজত নেতৃবৃন্দ এক প্লাটফর্মে অংশ নেন। গাজীপুর উন্নয়ন ও ঐতিহ্য সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার লোকজন এতে অংশ নেয়।
রোববার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা হাসান আজমল ভূঁইয়ার সভাপতিত্বে ও সদর মেট্রো থানা জামায়াতের নেতা অ্যাডভোকেট মোঃ সাদেকুজ্জামানের সঞ্চালনায়
হেফাজতে ইসলামের জেলা যুগ্ন সম্পাদক মুফতি নাসির উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন নেতা প্রভাষক আসাদুজ্জামান আকাশ প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক সিটি কর্পোরেশন প্রশাসককে ম্যানেজ করে একাই মেকানিক্যাল, বিদ্যুৎ ও পানিসহ কয়েকটি বিভাগের দায়িত্বে রয়েছেন। যানবাহনের যন্ত্রপাতি ক্রয়, ডেঙ্গু নিধনে ওষুধ ছিটানোর নামে ও পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাল খননের নামে শত শত কোটি টাকা লুটপাট করেছে। অবিলম্বে এই দুর্নীতিবাজ কর্মকর্তা ও তার সহযোগীদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। তাকে প্রত্যাহার ও তদন্ত করে বিচার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। কর্মসূচি চলাকালে সদিব বসাক ও তার সহযোগী প্রকৌশলী আমজাদ হোসেনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান তুলে