বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় পার্টির উদ্বেগ, নাশকতা কিনা তদন্তের দাবি

শেয়ার করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

শনিবার রাতে এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে, ঢাকার রূপনগর, চট্টগ্রাম ইপিজেডের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অতি গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এ ধরনের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা কোনো পরিকল্পিত নাশকতার অংশ কিনা তা সরকারকে তদন্ত করে বের করতে হবে।
যদি নাশকতা হয়ে থাকে তাহলে যারা এই ধরনের দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত তারা যে মতের হোক না কেন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা জাতি হিসেবে বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করে তার বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় অগণিত ব্যবসায়ী তাদের সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের নিকট আহ্বান জানান জাতীয় পার্টির নেতারা। এসময়ে জাতীয় পার্টির নেতারা বলেন, কার্গো ভিলেজে যে ধরনের অপব্যবস্থাপনার মধ্যে পণ্য রাখা হয়, তা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। আগামীতে যাতে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে পণ্য রাখা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।


শেয়ার করুন

Similar Posts