ভৈরবে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নাজমুল নিহত

শেয়ার করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় নাজমুল (২৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল (২৮) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর মান্দারকান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। তার স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। ২০২৪ সালের ৪ অক্টোবর তিনি টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে বদলি হয়ে ভৈরব হাইওয়ে থানায় যোগদান করেন।

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় নাজমুলসহ কয়েকজন পুলিশ সদস্য রাত্রীকালীন দায়িত্ব পালন করছিলেন। তারা সড়কে একটি ট্রাকের চালকের সঙ্গে কথা বলার সময় ভৈরবগামী বেপরোয়া গতির একটি ট্রাক এসে পুলিশের পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি সড়কের নিচে পড়ে যায় এবং কনস্টেবল নাজমুল মাথায় গুরুতর আঘাত পান। পরে নাজমুলকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক তাকে (নাজমুল) মৃত ঘোষণা করেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নাজমুলের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


শেয়ার করুন

Similar Posts