আওয়ামীলীগ নেতাদের নিয়ে বৈঠকে বসা ইউএনওকে রক্ষায়, ছাত্রদল সদস্য সচিবের নেতৃত্বে মানববন্ধন

শেয়ার করুন

আওয়ামীলীগ নেতাদের নিয়ে বৈঠকে বাসা আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁনকে রক্ষায় উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান খাঁনের নেতৃত্বে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়।
জানাগেছে, এ বছর ১৩ মে মোঃ রোকনুজ্জামান খাঁন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পরপরই তিনি আওয়ামীলীগ নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এমন অভিযোগ উপজেলা বিএনপির একাংশ নেতাদের। এ নিয়ে বিএনপি, জামায়াত ও সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও প্রকাশ করেনি।

গত ৬ এপ্রিল তিনি আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গাজী সামসুল হক ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মতিয়ার রহমানের সহচর বশির মৃধাসহ বেশ কয়েকজনের সঙ্গে চৌরাস্তায় সকাল-সন্ধ্যা হোটেলে ভিআইপি কক্ষে গোপন বৈঠক শেষে খাওয়া দাওয়া করেন। ওই বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়াসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে ভাইরাল হয়। এ ছবি এখন আমতলীতে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

এছাড়া তিনি আমতলী উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মৃধার ছেলে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিপ্লবের সঙ্গে প্রকাশ্যে চলাফেরা করছেন। তার এমন কর্মকান্ডে বিএনপি, জামায়াতের নেতাকর্মী ও সাধারণ মানুষের ক্ষোভ বিরাজ করছে। বিএনপি নেতাদের একাংশের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ফ্যাসিষ্ট শেখ হাসিনার দোসরদের সঙ্গে ইউএনও গোপন বৈঠক করায় তিনি ফ্যাসিষ্টদের লালন করছেন।

এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বৃহস্পতিবার স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রতিবাদে আওয়ামীলীগ নেতাদের সঙ্গে বৈঠক করা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁনকে রক্ষায় উপজেলা ছাত্রদলে বিতর্কিত সদস্য সচিব ইমরান খানের নেতৃত্বে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, যুগ্ম আহবায়ক ইমরান খানের বাবা মকবুল আহমেদ খাঁন, পৌর বিএনপির সদস্য সচিব চাচা মোঃ জালাল খান, বড় ভাই এনামুল হক বাচ্চু খাঁন ও উপজেলা কৃষক দল সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেন প্রমুখ।

এ বিষয়ে জানতে আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান খাঁনের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

আওয়ামীলীগ নেতাদের নিয়ে বৈঠকে বসা ইউএনওকে রক্ষায় মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন, একটি ছবি দিয়ে কিছুই প্রমাণ হয় না।


শেয়ার করুন

Similar Posts