করিমগঞ্জে পিতা হত্যায় অভিযুক্ত ছেলে বাদলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পিতাকে হত্যায় অভিযুক্ত ছেলে আব্দুল আওয়াল বাদলকে (৪২) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
এর আগে বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, আসামি আব্দুল আওয়াল বাদল খুবই উশৃঙ্খল প্রকৃতির এবং মাদকাসক্ত। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রায়ই তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। নির্যাতনে অতিষ্ট হয়ে তার স্ত্রী ঘটনার প্রায় তিন মাস আগে তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে স্ত্রীকে ফিরিয়ে আনতে এবং মাদকের টাকার জন্য বাদল তার পিতা আব্দুল মালেককে চাপ দিতে থাকেন। এই নিয়ে গত ১৬ অক্টোবর বিকালে পিতাকে খুন করারও হুমকি দেন বাদল। গত ১৭ অক্টোবর সকালে ছোট ছেলের স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঘরে বসে কথা বলছিলেন আব্দুল মালেক। এই সময় ছুরি হাতে বাদল ঘরে ঢুকে প্রথমে অন্যদেরকে ঘর থেকে বের করে দেন। পরে পিতা আব্দুল মালেকের বুকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যান বাদল। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল মালেককে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিকেল সাড়ে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় নিহত মালেকের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে গত ১৯ অক্টোবর করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তার বড় ভাই আব্দুল আওয়াল বাদলকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করা হয়। ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারে অভিযান চালায়। এরই অংশ হিসেবে বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড থেকে মামলার প্রধান আসামি আব্দুল আওয়াল বাদলকে (৪২) গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির আরও জানান, গ্রেফতারকৃত আসামি আব্দুল আওয়াল বাদলকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।