কিশোরগঞ্জে ফয়জুল করিম মুবিনকে আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগে যোগদান করার ঘোষণা দেওয়া বিএনপি নেতা অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিনকে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, দেশের অভ্যন্তরে থাকা অপশক্তি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা জনগণের অর্জিত মহান স্বাধীনতা ও জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যার ফলে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক চরম হুমকির সম্মুখীন হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন দলীয় শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন বক্তব্য ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন প্রচার মাধ্যমে চালিয়ে যাচ্ছেন। যা দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী।
তিনি আরও বলেন, এই অবস্থায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও গঠনতন্ত্র বিরোধী বক্তব্য দেওয়ায় ফয়জুল করিমকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহবায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো।
এই সময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শফিউজ্জামান শফি, আহবায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে বিএনপি নেতা অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন বলেন, শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন।
লাইভে অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন আরও বলেন, বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।
অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন বলেন, আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।
অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন। এছাড়াও কিশোরগঞ্জ পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার বাবা মরহুম ডা. আবু আহমদ ফজলুল করিম কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
