গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত

শেয়ার করুন

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ ফয়সাল(১৯)নামে এক কলেজ এক ছাত্র নিহত হয়েছে।সে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে এবং এবছর গোপালগঞ্জ সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।সে কানে হেড ফোন লাগিরয় গান শুনতে শুনতে রেল লাইন পারাপারের সময় ট্রেনে কাঁটা পড়ে নিহত হয় বলে জানিয়েছে তার পরিবার।প্রতিদিন সকালে নামাজের পর সে হাটাহাটি করে। আজও প্রতিদিনের ন্যায় রেল লাইন ধরে সে হাটার সময় দূর্ঘটনার শিকার হয় বরে তার ভাই রাসেদ জানায়।

আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে চরপাথালিয়া এলাকায় সদর উপজেলার গোবরা থেকে রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ওই ছাত্র নিহত হয় বলে বোড়াশী রেল স্ট্রেশন ম্যানেজার রত্না বেদ্য জানান। তিনি বলেন, রেল পুলিশ এসে তার পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করেছে।


শেয়ার করুন

Similar Posts