যৌতুক দিতে রাজি না হওয়ায় স্ত্রীর চোখে মরিচের গুড়ি দিয়ে নির্যাতন

শেয়ার করুন

জমি কিনতে তিন লাখ টাকা যৌতুক দিতে রাজি না হওয়ায় স্বামী কালু হাওলাদার স্ত্রী শাহিনুর বেগমকে (৪০) চোখে মরিচের গুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। পরে তাকে ঘরের মধ্যে আটকে রাখে। এমন অভিযোগ স্ত্রী শাহিনুর বেগমের। শুক্রবার দুপুরে পুলিশ তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে আমতলী উপজেলা ছোট নীলগঞ্জ গ্রামে।

জানাগেছে, ২০১১ সালে তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে শাহিনুরকে আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে কালু হাওলাদারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা অযুহাতে যৌতুক দাবী করে আসছে স্বামী এমন অভিযোগ স্ত্রীর। গত ৮ দিন আগে স্বামী কালু হাওলাদার জমি ক্রয় করতে বায়না করেন। এতে তিনি স্ত্রী শাহিনুরের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবী করেন। বাবার কাছ থেকে যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করেন তিনি। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে তাদের মধ্যে দ্বন্ধ চলে আসছে। বৃহস্পতিবার বিকেলে স্বামী কালু হাওলাদার তার চোখে মরিচের গুড়ি দেয়। পরে স্বামী, নুনুন্দা হানিফ মুসুল্লী ও ননদ রেবেকা বেগম তাকে বেধরক মারধর করে। মারধর শেষে তাকে ঘরের মধ্যে আটকে রাখেন। স্বজনরা খবর পেয়ে শুক্রবার পুলিশে খবর দেয়। ওইদিন দুপুরে পুলিশ গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বাবা হানিফ হাওলাদার বলেন, জমি কিনতে আমার মেয়ের কাছে জামাতা তিন লাখ টাকা যৌতুক দাবী করেন। এ টাকা দিতে রাজি না হওয়ায় মারধর করে মেয়েকে মেয়ে ঘরে আটকে রেখেছে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করছি।

স্ত্রী শাহিনুর বেগম বলেন, বিয়ের পর থেকে নানা অযুহাতে যৌতুক দাবী করে আসছেন স্বামী। টাকা না দিলেই আমার উপর নির্যাতন চালায়। গত এক সপ্তাহ আগে জমি কিনবে বলে আমার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবী করেন। আমি টাকা দিতে রাজি না হওয়ায় আমার চোখে মরিচের গুড়ি দিয়ে আমার স্বামী, নুনুন্দা হানিফ মুসুল্লী ও ননদ রেবেকা বেধরক মারধর করেছে। আমি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবী করছি।

স্বামী কালু হাওলাদার যৌতুক দাবীর কথা অস্বীকার করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় কয়েকটি চর-থাপ্পর দিয়েছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিনহাজ উদ্দিন ভুইয়া বলেন, আহত শাহিনুরের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন

Similar Posts