ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরব বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম.আজিমুল হক।
এই সময় উপস্থিত ছিলেন-উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তারাসহ পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরব বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ব্যবসায়ী শামসুল ইসলামের গোডাউন থেকে ১৮ বস্তা এবং সাগর মিয়ার গোডাউন থেকে ৩ বস্তাসহ মোট ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করাসহ দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম.আজিমুল হক। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। পরে এইসব জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল জনসমক্ষে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম.আজিমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কারেন্ট জাল তৈরি, বিক্রি ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযানে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের আওতায় দুইটি প্রতিষ্ঠান থেকে ২১ বস্তা কারেন্ট জাল জব্দ করাসহ দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল জনসমক্ষে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
