ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সদর উপজেলাধীন সকল আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা, সাংস্কৃতি, ভাষা কৃষ্টি ও সাহিত্য, ঐতিহ্য রক্ষার্থেএবং আদিবাসীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ভাষা ও সংস্কৃতি প্রতিযোগীতায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ব্যাপিপৌর শহরের গোবিন্দনগর এলাকায় সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠী এর আয়োজনে নিজ নিজ ভাষা ও সংস্কৃতির এর উপরে আদিবাসী সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হচ্ছে।
সেখানে ওড়াঁও সম্প্রদায়ের শিশু থেকে শুরু করে সকল বয়সের আদিবাসী নারী ও পুরুষেরা বিভিন্ন রঙের শাড়ি, খোপায় সাদা কাঠগোলাপ, পায়ে আলতা, নুপুর সাজে সেজেছে। পুরুষের ঢোল ও মন্দিরার তালে নেচে গেয়ে উৎসবমুখর পরিবেশে পালন করছে এই আদিবাসী মেলা।
এ সময়ে উপস্থিত ছিলেন আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি ডমনীক টিজ্ঞা, সাধারণ সম্পাদক সুরভী কেরকাটাসহ অন্যান্যরা।
পরে সন্ধ্যায় অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন আমন্ত্রিত অতিথিরা।
