তারেক রহমানের ৩১ তফা প্রচারের লক্ষ্যে গাজীপুরে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
তারেক রহমানের ৩১ দফা প্রচারের লক্ষ্যে গাজীপুরে বিশাল আয়োজন করে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় নগরের ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে
গাজীপুর মহানগরের নীলেরপাড়া এলাকায় শনিবার সকাল থেকে এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রধান অতিথি হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ডাঃ মাজহারুল আলম। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট মিলন উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ডাঃ মাজহারুল আলম ছাড়াও গাজীপুর জেলা ড্যাবের আহবায়ক ডাঃ আলী আকবর পলান, সদস্য সচিব ডাঃ খলিলুর রহমান, অ্যাডভোকেট আসাদুজ্জামান বিপ্লব বক্তব্য রাখেন।
এ সময় ডাক্তার মাজহারুল আলম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ৩১ দফার মধ্যে স্বাস্থ্য খাতকে বেশ গুরুত্ব দিয়েছেন। তিনি চাচ্ছেন, প্রান্তিক পর্যায়ের কুঁড়েঘর পর্যন্ত স্বাস্থ্য সেবা পৌঁছে যাক। আর এই জন্যই আজ আমরা এখানে স্বাস্থ্যসেবা নিয়ে এসেছি। বিএনপি আগামী দিনে রাষ্ট্র সেবার দায়িত্ব পেলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রস্তুত রয়েছে।
