হোসেনপুরে কাঁচা রাস্তা আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি, রাস্তা পাকাকরণের দাবি

শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গ্রামের একটি কাঁচা রাস্তা আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি। পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র যাতায়াতের পথ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।

হোসেনপুর উপজেলার দক্ষিণ হারেঞ্জা গ্রামের হারেঞ্জা মধ্যপাড়া এলাকায় নকশোরবাপের বাড়ি থেকে মতি মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার কাঁচা রাস্তার এই চিত্র এখনো বিরাজমান রয়েছে।

এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা-পানিতে তলিয়ে যায়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে কৃষক, শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী সোহরাব উদ্দিন জানান, গাড়ি না চলায় মালামাল আনতে শ্রমিক দিয়ে মাথায় করে নিতে হয়। এতে করে খরচ ও কষ্ট বেড়েছে।

এলাকাবাসী কফিল মিয়া ও আব্দুর রশিদ অভিযোগ করে জানান, প্রতিটি নির্বাচনে প্রতিশ্রুতি মেলে, কিন্তু কাজের দেখা মেলে না।

স্থানীয় হারেঞ্জা মধ্যপাড়া মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম জানান, বৃষ্টির দিনে কাঁদা মেখে মুসল্লিদের মসজিদে আসতে হয়। এই নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কাছে রাস্তাটি পাকাকরণের আবেদন করা হয়েছে।

এই বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, রাস্তাটি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তাটির উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন

Similar Posts