গাজীপুরে শুরু হলো টেপ বল বিপিএল, জমজমাট আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান

শেয়ার করুন

জাকজমক পূর্ণ আয়োজনে গাজীপুর জেলার কালিয়াকৈরে শুরু হলো দেশের প্রথম বারের মত টেপ বল বিপিএল টুর্নামেন্ট। মঙ্গলবার সকালে স্থানীয় পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম প্রহরে স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। দুপুরে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। অনুষ্ঠানে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা সাইজদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাসিফা আরেফিন, ফরটিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহদাত হোসেন, সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।

আকর্ষনীয় ক্রিকেট খেলা দেখতে আসেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।

দুপুর ১টার দিকে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গাজীপুর লায়ন্স এবং খুলনা টাইগার্স দল। এবারের টুর্নামেন্টে দেশের বিভিন্ন বিভাগের মোট আটটি দল অংশগ্রহণ করছে, যারা পর্যায়ক্রমে লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলোয়ারদের মধ্যে বিদেশি খেলোয়াড়ও রয়েছেন। খেলা উপভোগের জন্য গ্যালারি তৈরি ও আসা যাওয়া, খেলোয়াড়দের থাকা খাওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ক্লান্ত খেলায় লক্ষাধিক দর্শকের সমাগম গর্ভ বলে আশাবাদী আয়োজকগণ।


শেয়ার করুন

Similar Posts