বিক্রম মিশ্রিকে প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনা করলেন পররাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন

ভারত সফরে গিয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে বক্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা প্রশ্ন না তোলায় সাংবাদিকদের সমালোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সমালোচনা করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সাংবাদিকরা ভারত গিয়েছিলেন। আপনাদের নিয়ে আমার একটা অবজারভেশন আছে। ভারতের পররাষ্ট্র সচিব যখন বলেছিলেন, তারা অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন চান—তখন আপনাদের মুখে তারা একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন। কিন্তু আপনারা কেউ সেই প্রশ্নটি করেননি। প্রশ্নটা ছিল—এই কথা গত ১৫ বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলো কি এই ফর্মুলায় সঠিক ছিল? সুযোগ থাকা সত্ত্বেও কেউ সেই প্রশ্নটি তোলেননি।

তিনি আরও বলেন, ‘আমি অবাক হয়েছি, কারণ আপনাদের মধ্যে অনেক সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিক ছিলেন। ভারতের পররাষ্ট্র সচিব যখন সুযোগ দিয়েছিলেন, তখন অন্তত একটি প্রশ্ন তোলা যেত। বিব্রত না করলেও প্রশ্ন করার সুযোগ তো ছিল।’

এক প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আমরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করেছি। আদালতের নির্দেশেই আমরা আনুষ্ঠানিকভাবে ফেরতের অনুরোধ জানিয়েছি। ভারত এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানায়নি। তারা নিজেদের মতো করে বিষয়টি দেখছে।’

জাতিসংঘের নতুন আবাসিক প্রধানকে বাংলাদেশে কাজ করার ছাড়পত্র নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, সমস্যা সৃষ্টি হয়, এ রকম কেউ আসবেন না।

তাহলে কি নতুন কাউকে চাইছে বাংলাদেশ? উত্তরে তিনি বলেন, আমি এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না।


শেয়ার করুন

Similar Posts