মুকসুদপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আনন্দ শোভাযাত্রা
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুকসুদপুর উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে সরাসরি এসে র্যালিতে যোগদান করেন। অনুষ্ঠান উপলক্ষে সকালই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী এসে কমলাপুর ব্রীজের উপর জড় হতে থাকেন, বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ভিড়ও বাড়তে থাকে।
বেলা ১১ টার দিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম এসে হাজির হলে নেতৃবৃন্দ আনন্দ উল্লাসে ফেটে পড়ে এবং তাঁর নেতৃত্বে র্যালিটি মুকসুদপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ব রোডস্থ কলেজ মোড় নামক স্থানে এসে শেষ হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য সেলিমুজ্জামান সেলিম বলেন,যুব সমাজ আমাদের সম্পদ, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই যুব সমাজকে কাজে লাগাতে হবে, এ দেশের ছাত্র সমাজ যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমাদের দেশের ছাত্র সমাজ যুব সমাজের নেতৃত্বে এদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিলেও, দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে ও দেশ কে বিনির্মাণ করতে হলে এদেশের যুবসমাজকেই এগিয়ে আসতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুব সমাজকে একযোগে কাজ করারও আহ্বান জানান এ নেতা। কোন অপশক্তি যেন আগামী নির্বাচন বাঞ্চাল করতে নাপারে সে দিকে সজাগ দৃষ্টি কাখতে বলেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান এর সঞ্চালনায় ও আহ্বায়ক আসাদ শিকদার এর সভাপতিত্বে, আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, মিটু লস্কর, ঝিল্লুর রহমান জুয়েল, লিয়াকত হোসেন,
পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম শরীফ, যুগ্ন আহবায়ক মোঃ রুহুল আমিন, আমিনুল ইসলাম আমিন, আনিচ কাজি, হানিফ মুন্সি, মোঃ নিশাম মিয়া, অনুপম সরকার সাধু, মিলন মিয়া, এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, বিএনপি নেতা ও সাবেক পৌর বিএনপির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, সহ-সভাপতি সোহরাব হোসেন সাবেক, কোষাধ্যক্ষ আশফাকুল আলম পলু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সাধারণ সম্পাদক কাইয়ুম মুন্সি , মহিলা নেত্রী জোহরা, জাহানারা সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।
