অখণ্ড কিশোরগঞ্জ জেলার দাবিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত
অখণ্ড কিশোরগঞ্জ জেলার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন-জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও অখন্ড কিশোরগঞ্জ জেলা আন্দোলনের মুখপাত্র জগলুল হাসান চয়ন, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মিয়া, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক নাঈম ও শেখ মুদাছির তুশি, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহানসহ আরো অনেকেই।
সমাবেশে জগলুল হাসান চয়ন বলেন, ঐতিহাসিক কিশোরগঞ্জ জেলার বিভক্তি বা নতুন জেলা ঘোষণার যেকোনো প্রচেষ্টা জেলার ঐক্য ও সম্প্রীতিকে ক্ষুণ্ন করবে। ভৌগোলিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকে কিশোরগঞ্জ একটি অবিচ্ছেদ্য জেলা। তাই অখণ্ড কিশোরগঞ্জ বজায় রাখা জেলার মানুষের ন্যায্য দাবি।
ইকরাম হোসেন বলেন, ভৈরবের ট্রেনে হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে। হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। যারা জেলার এই অখণ্ডতার বিরুদ্ধে কাজ করছে, তাদের আইনের আওতায় আনতে হবে।
বিক্ষোভ-সমাবেশ থেকে অখণ্ড জেলার দাবি মেনে নিয়ে কিশোরগঞ্জের মানুষের শান্তি ও ঐক্য অক্ষুণ্ণ রাখতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।
