ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় ১৫০ জনের নামে মামলা, গ্রেফতার ৩

শেয়ার করুন

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে ফাহিম, আরমান ও সাধন নামে তিনজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ এই তথ্য জানান।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাতে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ বাদী হয়ে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।

ভৈরব রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ভৈরব রেলস্টেশনে জড়ো হয়ে ছাত্র-জনতা রেলপথ অবরোধ শুরু করেন। সকাল ১০টা ২৫ মিনিটে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে এসে আটকা পড়ে। এরপর অবরোধ চলাকালীন সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনে আন্দোলনকারীদের একাংশ পাথর নিক্ষেপ ও ভাঙচুর চালায়। এতে করে ট্রেনের হেডলাইটসহ কিছু গ্লাস ভাঙচুর হয়। এছাড়াও কয়েকজন যাত্রী আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধের কারণে কয়েকটি ট্রেন পার্শ্ববর্তী স্টেশনে অবস্থান নেয়। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। এই ঘটনায় সোমবার (২৭ অক্টোবর) রাতে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ বাদী হয়ে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় দেড় লাখ টাকার সরকারি সম্পদের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, ট্রেনে হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

Similar Posts