কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মবিনের মোটরসাইকেল শোডাউন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর উপজেলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী এই বিশাল মোটরসাইকেল শোডাউন হোসেনপুর সদরের নতুন বাজার থেকে শুরু হয়। এরপর মোটরসাইকেল শোডাউনটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে হোসেনপুর উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। এতে শত শত মোটরসাইকেল, ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা আর স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি দলীয় নেতাকর্মীরা জানান, জহিরুল ইসলাম মবিন বিএনপির দুর্দিনে দলের পাশে ছিলেন। হোসেনপুর উপজেলা থেকে বিএনপির একমাত্র দলীয় প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় আছে। তারা আশা করছেন বিএনপি থেকে এবার তিনি এই আসনে মনোনয়ন পাবেন।
