বগুড়ার থেকে পুলিশের হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা রাজু ঢাকায় র্যাবের হাতে গ্রেফতার
 
		বগুড়ায় পুলিশের হাতকড়াসহ পালানো একাধিক মামলার আসামী আওয়ামী লীগ নেতা শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজু ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকা থেকে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার মামলার ঘটনায় ১৪ মামলার অভিযুক্ত রিজ্জাকুল ইসলাম রাজুকে ৪ অক্টোরবর রাতে শিবগঞ্জের চকভোলাখাঁ গ্রাম থেকে পুলিশ রাজুকে গ্রেফতার করে। এসময় তার স্বজনরাসহ এলাকার লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়। পুলিশের ওপর হামলা করে আসামী ছিনতাই করায় শিবগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে ২শ’ জনের বিরুদ্ধে মামলা করে। এই মামলায় পরে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করে পুলিশ।
র্যাব ১২ বগুড়া ক্যাম্প জানায়, গোপন সুত্রে পলাতক রাজুর অবস্থানের খবর পেয়ে বুধবার সন্ধ্যায় সাভার র্যাবের যৌথ অভিযানে নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যৌথ অভিযানে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। এব্যাপারে বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন জানিয়েছেন বৃহস্পতিবার রাজুকে ঢাকা থেকে বগুড়ায় আনার পর আদালতে পাঠান হয়েছে।

 
			 
			 
			 
			 
			