কিশোরগঞ্জে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপন

শেয়ার করুন

কিশোরগঞ্জে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (১ নভেম্বর) জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সমবায় সমিতিকে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ।

এদিন সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা সমবায় অফিসার মো. নবীউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল প্রমুখ।

জেলা সমবায় কার্যালয়ের সরেজমিনে তদন্তকারী মেহেদী হাসানের পরিচালনায় আলোচনা সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক শাহানারা হাসিন, কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপনের সমবায়ী এবিএম আমির উল্লাহ তালাল প্রমুখ।

আলোচনা সভা শেষে কিশোরগঞ্জ জেলার সমবায় সমিতি সমূহের ২০২৩-২০২৪ খ্রিস্টাব্দের অডিট সম্পাদনের উপর ভিত্তি করে সরকারি খাতে রাজস্বসহ সর্বোচ্ছ সিডিএফ বা সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী ১১টি সমবায় সমিতিকে ও বিভাগীয় পর্যায়ে পুরস্কারের জন্য মনোনিত হওয়া তিনটি সমবায় সমিতিসহ সর্বমোট ১৫টি সমবায় সমিতিকে জেলা সমবায় কার্যালয়, কিশোরগঞ্জ এর পক্ষ থেকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগণ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শেয়ার করুন

Similar Posts