ভৈরবে জেলা ঘোষণার দাবিতে সড়কে নফল নামাজ আদায়
কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবি এবং ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সড়কে নফল নামাজের কর্মসূচি পালন করা হয়েছে।
এই উপলক্ষে শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুমা ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকার মেহের চাঁন জামে মসজিদের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে দুই রাকাত নফল নামাজ আদায় করেন ভৈরব জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চ এর আন্দোলনকারীরা।
এই সময় উপস্থিত ছিলেন-সংগঠনের নেতা মাওলানা সাইফুর রহমান শাহারিয়ার, নজরুল ইসলাম রাতুল, ছাত্রনেতা হান্নান হিমু, ইয়ামিন জুনাইদসহ শতাধিক আন্দোলনকারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজ শেষে দুপুর ১টা ৫৫ মিনিটে ভৈরব জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চ এর আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেন। ২টা ৮ মিনিটে নফল নামাজ শুরু হয়ে ২টা ১২ মিনিটে শেষ হয়। এই সময় প্রায় ১৭ মিনিট সড়কের এক পাশ বন্ধ থাকায় যানজটে দীর্ঘ লাইন হয়। নামাজ শেষে সড়কের দক্ষিণ পাশে মসজিদের সামনে মোনাজাত অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ এই কর্মসূচিকে ঘিরে ভৈরব থানা পুলিশ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশসহ স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করেছে।
এই বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, নামাজ চলাকালে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের সদস্যরা সতর্ক ছিলেন, যেন কোনো বিশৃঙ্খলা না হয়। নামাজ শেষে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরে যান।
